
ডেইলি গাজীপুর প্রতিবেদক : জামান মেমোরিয়াল একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জানুয়ারি বুধবার সকালে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি জননেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নুসরাত জাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জামান মেমোরিয়াল একাডেমির গভর্নিং বডির সদস্য আকতার হোসেন দুদু, আব্দুস সালাম মাতবর, ডাঃ রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন খোকন, সহকারী শিক্ষক আব্দুর রশীদ প্রমুখ। আলোচনা ও দোয়া শেষে পরীক্ষার্থীদের মাঝে স্মারক উপহার তুলে দেয়া হয়।
