Daily Gazipur Online

জামালপুরে সাংবাদিক ফাগুন হত্যায় জাতীয় সাংবাদিক সোসাইটির নিন্দা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জামালপুরে সাংবাদিকে ইহসান ইবনে রেজা ফাগুন হত্যার নিন্দা জ্ঞাপন করেন জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান লায়ন এড.এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দীন বুলবুল। নেতৃবৃন্দ সাংবাদিক ফাগুন হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য,পুলিশ জামালপুর সদর উপজেলায় সাংবাদিক ফাগুনের লাশ উদ্ধার করে। পুলিশ একে হত্যাকান্ড বলে সন্দেহ করছে। জামালপুর জিআরপি থানার ওসি তাপসচন্দ্র পন্ডিত জানান, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার রানাগাছা মধ্যপাড়া এলাকা থেকে ইহসান ইবনে রেজা ফাগুন (২১) নামে এই সাংবাদিকের লাশ উদ্ধার করেন তারা। ইহসান অনলাইন পোর্টাল প্রিয় ডটকমের সাব-এডিটর। এ ছাড়া তিনি ঢাকায় তেজগাঁও কলেজের ছাত্র বলে তার বাবা কাকন রেজা জানান। কাকন এনটিভির শেরপুর প্রতিনিধি। তিনি বলেন, ইহসান গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি ফিরছে বলে জানিয়েছিল। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশের কাছে খবর পেয়ে তিনি গিয়ে লাশ শনাক্ত করেন বলে জানান। তিনি একে পরিকল্পিত হত্যাকান্ড বলে অভিযোগ করেছেন। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করতে পারে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। ওসি তাপস বলেন, পুলিশ খবর পেয়ে রানাগাছা মধ্যপাড়া এলাকায় জামালপুর-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। তাকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ ফেলে রাখা হয় বলে পুলিশের ধারণা। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।