ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর পূর্ব আরিচপুর (জামাইবাজার) “জামি’আ রহমানিয়া সওতুল হেরা” মাদরাসায় খতমে বুখারী ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দাওরা হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। এবছর ১৪ জন শিক্ষার্থী সফলভাবে দাওরা হাদিস সম্পন্ন করেছে। দাওরা হাদিস ( মাস্টার্স ডিগ্রি) সম্পন্ন ও পাগড়ী প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ হচ্ছেন: মুহাম্মদ, জামিল হাসান, বেলাল হোসেন তাকী, আবু ইউসুফ, রিয়াজুল ইসলাম, মাজহারুল ইসলাম,অলিউল্লাহ, আবু সুফিয়ান, আল-আমিন, ইউসুফ, ওমর ফারুক, আব্দুল আল- নোমান, মুস্তাফিজুর রহমান।
আজ রোববার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি দিলওয়ার হুসাইন। তিনি শিক্ষার্থীদের মাথায় পাগড়ী পরিয়ে দেন এবং মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস ও অতিথি বৃন্দ মাদরাসা ঘুরে দেখে এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং মাদরাসার সুন্দর পরিবেশ উপভোগ করেন এবং মাদরাসার পরিবেশে মুগ্ধ হয়ে প্রশংসা করেন।
এরপর উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস মাদরাসার ১০ তলার লিফট উদ্বোধন করেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,জামি’আ রহমানিয়া সওতুল হেরা টঙ্গীর মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা শামসুর রহমান যশোরী দাঃ বাঃ, সহ-সভাপতি হাজী মোঃ বাবুল হোসেন,সাধারণ সম্পাদক হাজী মোঃ ওয়াহিদুল ইসলাম আরজান,সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সবুজ আল মামুন,কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, কোষাধ্যক্ষ মোঃ আরিফুল ইসলাম জুয়েল,সহ- সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নূরু মিয়া,দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম,প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম লিটন প্রমুখ।
উপদেষ্টা আব্দুল কুদ্দুস বলেন, আমার মতো একজন মানুষের স্বপ্নের মাদরাসা আজ যে উচ্চতায় পৌঁছেছে, তা সত্যিই প্রশংসনীয়। এটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং এই অঞ্চলের মানুষের জন্য ইসলামী শিক্ষার আলো ছড়ানোর একটি কেন্দ্র। আমি এই মাদরাসার বর্তমান পরিচালনা পরিষদ, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, যারা অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে মাদরাসা ও মসজিদের উন্নয়নে কাজ করছেন।’
“জামি’আ রহমানিয়া সওতুল হেরা” মাদ্রাসা টঙ্গীর খতমে বুখারী ও দোয়া অনুষ্ঠিত
