
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ইন্ট্রামেক্স গ্রুপের শ্রমিক মোহাম্মদ আলী রোবাবার (১৩ জানুয়ারি) গাজীপুরের আদালত থেকে জামিন পেয়েছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল হক ওই জামিন মঞ্জুর করেন।
শ্রমিক মোহাম্মদ আলী তার আইনজীবী হেনা পারভীনের মাধ্যমে আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেছিলেন।
গাজীপুর সদর মেট্রো সদর থানার মামলা নম্বর ৩০ (১০)১৮ এ ২৮ জনের নামে এজাহার দায়ের করা হয়েছে। ওই মামলায় সাড়ে ২১ কোটি টাকার ক্ষতি ও ৫০ লাখ টাকা চুরির অভিযোগ রয়েছে। কোন আসামির নামে সুস্পষ্ট কোন অভিযোগ নাই।
এজাহারে ইন্ট্রামেক্স গ্রুপের ৭টি প্রতিষ্ঠানে বেতন বৃদ্ধির দাবিতে ১৪ অক্টোবর শ্রমিকরা কর্মবিরতি করে। ১৫ অক্টোবর অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের সহায়তায় ওই ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
২৮জন আসামি কিভাবে ৭টি প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে, কিংবা ৭টি প্রতিষ্ঠান একই বিল্ডিংয়ে, না আলাদা এদত কোন বক্তব্য নাই।
