এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর শাহবাগ এলাকা থেকে বিপুল পরিমান জাল নোট ও সংঘবদ্ধ জালনোট বিক্রি চক্রের দলনেতা হাবিব সহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো দলনেতা মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব মোল্লা (৪৮), মোঃ মিন্টু ব্যাপারী (৩২), মোঃ রুবেল ব্যাপারী (৩২) ও মোঃ দুলাল মিঞা (৬০)। এ সময় তাদের হেফাজত হতে ২ লক্ষ ৩২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি দক্ষিণ বিভাগের গাড়ি চুরি/ছিনতাই প্রতিতরোধ ও উদ্ধার টিম।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মিডিয়া মো: মাসুদুর রহমান (পিপিএম) আজ মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতরা জাল টাকার নোট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় লেনদেন করে আসছিলো। সংঘবদ্ধ এ চক্রটির দলনেতা হলো হাবিব। প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। পরে তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।