

অলিদুর রহমান অলি, গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসাবে গতকাল ১২ নভেম্বর, মঙ্গলবার যোগদান করেছেন ডিআইজি ড. মো: নাজমুল করিম খান।
সাড়ে ১৫ বছর ধরে শিল্প রাজধানী খ্যাত গাজীপুর শহরের যে অনিয়ম, অরাজকতা, অপরাধ প্রবনতার বলয় গড়ে ওঠেছে আমাদের বিশ্বাস, তিনি তা ভেঙে দিতে বলিষ্ঠ ভূমিকা নিবেন।
নাজমুল করিমকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অন্যায়ভাবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিলো। তখন তিনি সিআইডি ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন।
নাজমুল বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর তিনি চাকরিতে যোগ দেন। তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
গত ২৭ আগষ্ট নাজমুল করিম খানের চাকরি পুনর্বহাল করে অন্তর্বর্তী সরকার।
