
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার জিএমপির হেডকোয়াটারের সম্মেলন কক্ষে হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম(বার),পিপিএম(বার)।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার(অপরাধ) সহ জিএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সব থানার ওসিরা।
এসভায় পুলিশ কমিশনার রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া এপ্রিল মাসে ভালো কাজের জন্য চারজন কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
