জুলাই অভ্যুত্থানের সংগঠকদের নেতৃত্বে আসছে নতুন ছাত্রসংগঠন

0
28
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠকদের নেতৃত্ব আত্মপ্রকাশ করছে নতুন একটি ছাত্রসংগঠন। এখনো সংগঠনের কোনো নাম বা আত্মপ্রকাশের তারিখ নির্ধারিত হয়নি।
তবে সংগঠনটির মোটো হবে ‘স্টুডেন্ট ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট’।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। এসময় সমন্বয়ক আব্দুল কাদের, তাহমীদ আল মোদ্দাসির চৌধুরী, রিফাত রশীদ, রাফিয়া রেহনুমা হৃদি, হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ আহসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ, সহ-সমন্বয়ক মহিউদ্দিন প্রমুখ।
নতুন সংগঠনে যারা যোগ দেবেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে আসবেন বলে জানিয়েছেন তারা।
আবু বাকের মজুমদার জানিয়েছেন, আগামীকাল এবং পরশু শিক্ষার্থীদের জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ অনলাইনে এবং আগামীকাল অফলাইনে কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল এলাকা, মোকাররম ভবন এলাকা, কলাভবন, ব্যবসা শিক্ষা অনুষদ এলাকা, মোতাহার ভবন এলাকায় এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, সারাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসায় কার্যক্রম পরিচালিত হবে।
সংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না বলে জানান আবু বাকের মজুমদার। তিনি বলেন, আমাদের ছাত্র সংগঠন লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন হবে না। নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা হচ্ছে। তার সঙ্গে এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সংগঠনের নেতৃত্ব প্রক্রিয়ার অংশ হিসেবে ‘বটম টু টপ’ থেকে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচন করা হবে। সংগঠনের আর্থিক বিষয় অভ্যন্তরীণ চাঁদা দেওয়ার মাধ্যমে পরিচালিত হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here