জুলুম নির্যাতনের মাত্রা যখন বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে — হাসান সরকার

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ন্যায় বিচার ও ইনসাফ যখন উঠে যায় এবং জুলুম-অত্যাচার যখন বেড়ে যায় তখন মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবত বা গজব নেমে আসে। ঘুর্ণিঝরসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা আমাদের কৃতকর্মের ফল।
বি-বাড়ীয়ায় মর্মার্ন্তিক ট্রেন দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর দোয়া মাহফিলে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আন্ত:জার্তিক খ্যাতি সম্পন্ন ক্বারী মো. হাবীবুল্লাহ বেলালী। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু আহমেদের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো বক্তব্য দেন, মাওলানা প্রফেসর ড. শহীদুল ইসলাম বারাকতি, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, অধ্যাপক সিরাজুল ইসলাম মোল্লা, মাহবুবুল আলম শুক্কুর, রাশেদুল ইসলাম কিরণ, সাইফুল ইসলাম টুটুল, আব্দুর রহিম খান কালা, গাসিক কাউন্সিলর সফিউদ্দিন সফি, মাওলানা ডা. আব্দুস সামাদ চৌধুরী, মাওলানা মো. আলী হোসেন, মো. নজরুল ইসলাম মোড়ল প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here