ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : ৪ আগষ্ট বৃহস্পতিবার সংবাদপত্রে প্রেরিত এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে গণবিরোধী ও স্বৈরাচারি সরকারের একতরফা সিদ্ধান্ত জনগনের উপর জুলুম নির্যাতনের শামিল।
নেতৃদ্বয় বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমুখী সে সময়ে সরকারের এই সিদ্ধান্ত জনগণের উপর মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়াবে। শিল্প, কৃষি, পরিবহন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। এতে জনজীবনে চরম দুর্দশা নেমে আসবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ছয় মাসে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে ৮ হাজার কোটি টাকা লোকসান করেছে। কিন্তু বিগত সময়ে বিশ্ববাজারে যখন তেলের দাম কম ছিল সে সময়ে তেল বিক্রি করে সরকার ৪৭ হাজার কোটি টাকা মুনাফা করেছিল। তা দিয়েই এই ঘাটতি পূরণ করা যেত। অথচ সরকোর সে পথে না হেটে জনগণের উপরে মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিল।
নেতৃদ্বয় আরও বলেন অবিলম্বে সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। না হলে সারা দেশে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, ঘেরাও, হরতালের মত কর্মসূচী ঘোষণা করা হবে কারণ জনগনের পিঠ দেয়ালে ঠেকে গেছে সরকারের দুর্নীতি লুটপাটের কারণে।
জ্বালানি তেলের বর্ধিত মূল্য না কমালে ঘেরাও অবরোধ হরতালে কর্মসূচী দেয়া হবে
