মোঃ বায়েজীদ হোসেন: ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ জারিয়া গামী বলাকা ট্রেন জয়দেবপুর স্টেশনে ৪ঘন্টা আটকে রাখেন ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার সকাল ৬ টা ১০ মিনিটে জয়দেবপুর স্টেশনে পৌঁছালে ছাত্ররা ময়মনসিংহ যাওয়ার টিকিটের জন্য বলাকা ট্রেনের টিকিট কাউন্টারে ছিট সহ টিকিট চাইলে কাউন্টার থেকে যানানো হয় একটি ছিটের পরিবর্তে ৩টি করে টিকিট কাটতে হবে এমন খবর ছড়িয়ে পরলে ছাত্র-জনতা স্টেশনে বলাকা ট্রেনটি আটকে রাখেন।এসময় স্টেশনের বড় মাস্টারের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন অনেকে। তবে স্টেশন মাষ্টার হানিফ আলী বলেন, বলাকা কাউন্টারের দায়িত্বে থাকা নাঈম ও মাঈনুল টিকেট নিয়ে এই সমস্যা করার কারনে ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে ছিলেন। তবে ৪ ঘন্টা পর সেনাবাহিনী ও পুলিশ এসে ছাত্রদের সকল দাবী পূরনের আশ্বাস দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। সকাল ১০ টায় বলাকা ট্রেনটি জয়দবেপুর স্টেশন ছেড়ে যায়।