জয়পুরহাটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাসে মৃত্যু,

0
185
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাসযোগে ঢাকা থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন মিজানুর রহমান (৫০)। বাড়ি আর ফেরা হলো না তার। পথে বাসের ভেতরেই মারা যান তিনি। বিষয়টি জানতে পেরে বাসের অন্য যাত্রীরা শহরের অদূরে হিচমী এলাকায় মৃত ব্যক্তির লাশসহ স্বজনকে রাস্তায় নামিয়ে দেন।
মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
মৃত মিজানুর রহমান নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে।
এ ব্যাপারে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জানান, মৃত ব্যক্তি ঢাকায় শ্রমিকের কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে তার শাশুড়ি তাকে নিয়ে গ্রামের বাড়ি আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এ সময় বাসের অন্য যাত্রীরা করোনা সন্দেহে শাশুড়িসহ তাদের বাস থেকে নামিয়ে দেয়। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here