
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ছিন্নমূল, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার(৯ জানুয়ারি) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিট কার্যালয়ে চার শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোমিন আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম হক্কানি, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, জয়পুরহাট ইউনিটের যুব প্রধান তারেক দেওয়ান উপস্থিত ছিলেন।
