Daily Gazipur Online

‘জয়যাত্রা পত্রিকা বিশ্লেষন’ নিউজ ফেয়ার এ্যাওয়ার্ডে ভূষিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ১০ ডিসেম্বর ২০১৯ ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সাপ্তাহিক নিউজ ফেয়ার কিং হেল্থ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি ও স্বকাল চিত্র পত্রিকা আয়োজিত সরকারের সফলতা ও দেশের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা, দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান, এ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জয়যাত্রা টেলিভিশনে প্রচারিত ‘জয়যাত্রা পত্রিকা বিশ্লেষন’ অনুষ্ঠানকে শ্রেষ্ঠ টিভি অনুষ্ঠান হিসেবে এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। নিউজ ফেয়ারের সম্পাদক টিএকে আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য চলচ্চিত্রকার, সাবেক উপ-মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব এর সভাপতি সালাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজকের দর্পণের নির্বাহী সম্পাদক এড. আল-আমিন রিজভী, নিরাপদ চিকিৎসা চাই এর চেয়ারম্যান যুবরাজ খান। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রধান অতিথি সাবেক উপমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকীর হাত থেকে টেলিভিশনে শ্রেষ্ঠ অনুষ্ঠান হিসেবে ‘জয়যাত্রা পত্রিকা বিশ্লেষন’ এর এ্যাওয়ার্ড গ্রহণ করেন জয়যাত্রা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও জয়যাত্রা পত্রিকা বিশ্লেষন অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক সালাম মাহমুদ।