ঝিনাইগাতী উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক আমিরুল ইসলাম

0
269
728×90 Banner

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়ন যুবদলের বর্তমান সভাপতি আমিরুল ইসলাম এখন ঝিনাইগাতী উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন।
শেরপুর জেলা তাঁতী লীগের আহ্বায়ক সেলিম ও যুগ্ম-আহ্বায়ক স্বাক্ষরিত কমিটিতে আমিরুল ইসলামকে আহ্বায়ক করে ২২ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির সূত্র জানায়,শেরপুর জেলা তাতী লীগের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক সেলিম ও মেহেদি হাসান সুমন সম্প্রতি ঝিনাইগাতী সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের বর্তমান সভাপতি পদে থাকা আমিরুল ইসলামকে দলে যোগদান না করা সত্বেও উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক ও অমল চন্দ্র বর্মণকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করেন।উল্লেখ্য,আমিরুল ইসলাম স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য এবং তার সহোদর বড় ভাই আমিনুল ইসলাম বাদশা বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক ও বিএনপি প্রার্থী হিসেবে পর পর দু,বার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এ কমিটি ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নেতা-কর্মীদের মাঝে এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়।কিন্তু আওয়ামী লীগের সভাপতি আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম সাহেবের পছন্দের লোক বিধায় প্রতিবাদ করেও কোন ফল হচ্ছে না।
এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের তৃণমূল কয়েকজন নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে শুদ্ধি অভিযান চালানোর নির্দেশে দিয়েছেন, ঠিক এসময় এসময় ঝিনাইগাতী সদর ইউনিয়ন যুবদলের সভাপতিকে ঝিনাইগাতী উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক ঘোষণা করা হলো।
উপজেলা তাঁতীলীগের যুগ্ম-আহ্বায়ক অমল চন্দ্র মোদক বলেন,ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম সাহেবের নির্দেশে আমিরুল ইসলামকে আহ্বায়ক ও আমাকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন দিয়েছে। আনোয়ার ভাই আমাকে বলেন যে কমিটি অনুমোদন দিয়েছে জেলা আহ্বায়ক কমিটি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ বেলায়েত হোসেন আক্ষেপ করে বলেন, একসময় ছাত্রলীগ করতে গিয়ে যাদের হাতে মার খেয়েছি, হামলা-মামলার শিকার হয়েছি, তাদের কমিটিতে আনা হচ্ছে। এখানে আওয়ামী লীগকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। আমি জেলা ও কেন্দ্রীয় নেতাদের সু-দৃষ্টি কামনা করছি।
যোগাযোগ করলে আমিরুল ইসলাম বলেন, আমি একজন সামাজিক লোক, সমাজসেবা করাই আমার কাজ। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যুবদল করে সমাজের সেবা করেছি, এখন আওয়ামী লীগ ক্ষমতায়, তাই সমাজসেবা করার জন্যই তাঁতীলীগ করছি।
কত টাকার বিনিময় আহ্বায়ক হয়েছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, ভাই আপনারাতো জানেন কমিটি হলে লোকজন নিয়ে যেতে হয়, নেতাদের আপ্যায়ন করতে হয়, তাই কিছুতো খরচ হবেই।
শেরপুর জেলা তাঁতী লীগের আহ্বায়ক সেলিম অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করে বলেন,আমিরু ইসলাম এর আগে তিনি বিএনপি করতেন, এখন তিনি তাঁতী লীগের সক্রিয় লোক। তাছাড়া ওই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম সাহেবের পরামর্শেই আমিরুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। অনেক কেন্দ্রীয় নেতাও দল-বদল করেন। তাই স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা ও তাদের সুপারিশের ভিত্তিতেই আমিরুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here