ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে টঙ্গীতে বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া

0
21
728×90 Banner

ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির একাধিক পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া ও অস্ত্রের মহড়া চলছে। এ ঘটনায় আজ ৬টি ককটেল বিস্ফোরণ হয়েছে। ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।এদিকে, উৎপাদন সচল রাখতে ১৫ দিন ধরে পুলিশ কারখানার সামনে নিয়মিত পাহারা দিচ্ছেন।  আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বিসিকের তিস্তার গেট এলাকায় অবস্থিত পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গেটে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
পুলিশ সদস্যরা জানায়, এই কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির একাধিক পক্ষ চেষ্টা করছে। ১৫ জানুয়ারি থেকে থেমে থেমে মহড়া হচ্ছে। কখনো বিভিন্ন ধরনের বিকট শব্দও পাওয়া যায়।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কারখানা সচল রাখতে নিয়মিত পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।
তারা জানায়, আজ সকাল ১১ টার দিকে দুটি স্বশস্ত্র পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসময় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, এই কারখানায় আওয়ামী লীগ আমলে সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতি ও রাসেলের স্ত্রী খাদিজা রাসেল ঝুট ব্যবসা করতেন।৫ আগস্টের পর তারা পালিয়ে গেলে বিএনপির একাধিক পক্ষ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রতিযোগিতা শুরু করে। মেডিসিন ক্যাটাগরির এই কারখানায় ২ হাজার ৪৪২ জন শ্রমিক কাজ করেন।
এ বিষয়ে জানতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রশাসন বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
গাজীপুর শিল্পপুলিশ ২-এর পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘ব্যবসা সংক্রান্ত ঝামেলা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here