

ডেইলি গাজীপুর প্রতিবেদক : যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় টঙ্গীতে হাজীর মাজার বস্তি এলাকায় কারিতাস বাংলাদেশ ও সোশ্যাল এন্ড ইকোনমিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেপ) এর উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টঙ্গীর হাজী সৈয়দ শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫৭০ পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কারিতাস বাংলাদেশ এর কর্মসূচি কর্মকর্তা লিটন গোমেজ, প্রকল্প ইনচার্জ সফিকুল ইসলাম, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকি সরকার, ৫৫ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশিদা আক্তার প্রমূখ।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ভোর রাতে নগরীর টঙ্গী বাজার হাজীর মাজার বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সহস্রাধিক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
