টঙ্গীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
116
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিশ্ব ইজতেমা ময়দানের ৭ নম্বর প্রবেশপথের পাশে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ওই যুবকের বাঁ হাতে ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার পরনে কালো গেঞ্জি ও জিনসের প্যান্ট রয়েছে।
এলাকার লোকজন জানায়, সকাল ১০টার দিকে ময়দানের প্রবেশপথের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর পাঠানো হয়। কয়েক ঘণ্টা পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।টঙ্গী পশ্চিম অফিসার ইন চার্জ মো. শাহ আলম বলেন, মৃত ওই যুবকের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here