
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আজ মঙ্গলবার দুপুরে চলন্ত অটোরিক্সা ধাক্কায় ঝুমা (৮) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথচারীরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ী নেত্রকোনা জেলার আটপাড়া থানার লক্ষীপুর গ্রামের কান্ডাপাড়া। নিহত শিশুুর বাবার নাম তরিকুল ইসলাম। গত কিছুদিন আগে জীবন জীবিকার তাগিদে স্ত্রী-ছেলে সন্তান নিয়ে তার বাবা-মা টঙ্গীতে আসেন এবং দিলিপ বাবুর বাড়িতে ভাড়া থাকেন। টঙ্গী থানার এসআই জহিরুল হক বলেন, তার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শিশু ঝুমার লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
