Daily Gazipur Online

টঙ্গীতে অধ্যক্ষের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের ঐতিহ্যবাহী টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষের অপসারণ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সদস্য বাবর আলী। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া পরান মন্ডলের টেক এলাকায় তার নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগষ্ট স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় অজর্নের পর থেকে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষের অপসারণের দাবী জানিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। তারই ধারাবাহিকতায় ছাত্র জনতার সমর্থনে এলাকাবাসীর পক্ষ থেকে উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসকের কাছে তার দূর্নীতির তদন্ত চেয়ে আবেদন করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানে অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া তাকে বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এবং তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়াও উক্ত স্কুলের সাবেক ছাত্র আসাদ জামানের ছবি ব্যবহার করেও বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। এঘটনায় ভুক্তভোগী দুই জন টঙ্গী পশ্চিম থানায় পৃথক দুটি সাধারণ ডাইরি করেছেন।
তিনি আরো বলেন, আমি এবং আসাদ জামান কোন ঝুট ব্যবসার সাথে জড়িত নই। পাইলট মার্কেটে গিয়ে আমরা কোন দোকানের ভাড়া চাই নি। বরং ওই অধ্যক্ষ মার্কেটের দুইটি সিঁড়ি অবৈধ ভাবে বিক্রি করে দিয়েছেন। মার্কেটের দোকান বিক্রির তথ্য জানতে চাওয়ায় তিনি আমাদের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।