টঙ্গীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

0
74
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ দাড়াইল এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত আড়াইটার দিকে ফারুক আহমেদের বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এরপর তারা ৯৯৯-এ ফোন দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির লোকজনকে উদ্ধার করে।
বাড়ির মালিক ফারুক আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ৭-৮ জনের একদল সশস্ত্র ডাকাতদল রান্নাঘরের গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা বাসার সবাইকে পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে একটি কক্ষে নিয়ে হাত ও মুখ বেঁধে জিম্মি করে রাখে। পরে ডাকাতরা ঘরের স্টীলের আলমিরা, ওয়্যারড্রপ ও শোকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। একপর্যায়ে ৯৯৯-এ ফোন দিলে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পশ্চিম থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here