
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে পাগাড়-ফকির মার্কেট এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৪৩ নম্বর ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর মোঃ আসাদুর রহমান কিরন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপশাখা উদ্বোধন করেন।
আইএফআইসি ব্যাংক টঙ্গী শাখার ব্যবস্থাপক সাইদুর শিকদার তার বক্তব্যে জানান, এলাকার মানুষের হাতের কাছে ব্যাংকিং সেবা পৌছে দিতে এখানে উপশাখা করা হলো। এটি ব্যাংকের ১৬৫তম উপশাখা। এখানে ব্যাংকিং এর সব রকম সেবা পাওয়া যাবে।
প্রধান অতিথি আসাদুর রহমান বলেন, এখানে উপশাখা খোলায় মানুষের দোড় গোড়ায় ব্যাংকিং সুবিধা এসেছে। অধিক সংখ্যক গ্রাহক হলে এখানে যেন পূর্নঙ্গ শাখা হিসেবে কার্যক্রম চালু করা হয়। তিনি এলাকাবাসীকে এই উপশাখা থেকে সেবা নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক,আইএফআইসি ব্যাংক বোর্ডবাজার শাখার ব্যবস্থাপক সঞ্জিব দে, ফকির মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
