টঙ্গীতে আওয়ামী রাজনীতি ও গেরিলা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো:ফজলুল হক-৮

0
287
728×90 Banner
পাক বাহিনীর গাড়ী মাইন দিয়ে উড়িয়ে দেই এতে ৭জন নিহত হয়

(পূর্বে প্রকাশিতের পর)-৮
১৯৭১ সালের ২৭মার্চ বিকেলে টঙ্গী ব্রীজের দক্ষিণ পাশে এসেই আমাদের পাকা ব্রিজের লোহার গাডার দিয়ে ব্যারিকেট তুলে ফেলে পাক বাহিনী। কিছুক্ষণের মধ্যেই টঙ্গী বাজারে আমার ( ফজজুল হকের) রড সিমেন্টের একটি ও ঢেউটিনের দোকান সহ টঙ্গী বাজারের বিভিন্ন দোকান পুড়িয়ে দেয়। আমি সেই দিন পাগলের ন্যায় দৌড়িয়ে বাজার থেকে পাগার এলাকা দিয়ে মাউসাদের হাবিল সরকারের বাড়িতে আশ্রয় নেই। আগে থেকেই টের পেয়ে আমরা আমাদের ফ্যামিলি মাউসাইদ হাবিল সরকারের বাড়ী পাঠিয়ে দেই। আমি নিজে ও সেইখানে তাদের সাথে একত্র হই এবং সারা রাত না, খেয়ে না ঘুমিয়ে পরদিন সকাল বেলা হারবাইদের উদ্দেশ্য সেখান থেকে রোয়ানা দেই। খিদার জ্বালায় রাস্তার পাশে পাকা টমেটো ক্ষেত দেখে সেখান থেকে বাচ্চাদের খাওয়াতাম এবং আমরা নিজেরা খাই।
পরে দুপুরে পায়ে হেটে হারবাইদের ইমান ভূঁইয়ার বাড়ী গিয়ে পৌছি।ওখানে ৫/৭দিন থেকে রাতে রাতে আমরা কয়েকজন এসে দেখতাম কোন কোন বাড়ী, দোকান ক্ষতি গ্রস্ত হয়েছে। এভাবে ৭/৮ দিনের মাথায় আমরা ৩০/৩৫ জন লোক কুমিল্লার ( ব্রাহ্মণবাড়িয়া ) বাঞ্ছারামপুর থানার কাঞ্চনপুর গ্রামের বাড়ীতে ফের রোওয়ানা দেই। নরসিংদীর জিনারদী স্টেশন দিয়ে অনেক রাতে গিয়ে সেইখানে একটি গোয়াল ঘরে উঠলাম।সেখানে এক দোকান থেকে চাউল ডাউল লবণ কিনে ইটা দিয়ে চুলা তৈরি করে রান্না করি। বাচ্চা ও বড়রা অল্প অল্প করে খেয়ে রাত কাটাই। পরের দিন সকালে নরসিংদীর নৌকা ঘাটের উদ্দেশ্য রোয়ানা দেই। এবং কয়েকটি নৌকা যোগে আমরা গ্রামের বাড়ীতে এপ্রিলের ৭ তারিখ গভীর রাতে গিয়ে পৌছি।

গেরিলা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো:ফজলুল হক

মে মাসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে আমরা শুনতে পাই ভারতের আগতলায় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ( মুক্তিবাহিনীর ) ট্রেনিং চলছে। এ কথা শুনে আমি ভারতের আগরতলা গিয়ে বাংলাদেশের মানুষের কাছে শুনতে পাই, টঙ্গীর কাজী মোজাম্মেল হক, শেখ মনির সিদর ভিলায় আছে,আমি সেখানে যাই। সেখানে কয়েক দিন থাকার পরে শুনতে পাই আগরতলা মেলা ঘরে ২ সেক্টর ট্রেনিং ক্যাম্প খুলেছে এবং সেখানে টঙ্গীর ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ রয়েছেন। আমি সেখানে উনার ( ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ ) সাথে সাক্ষাত করে , তার সাথে থেকে আমি গেরিলা ট্রেনিং মেজর হায়দারের কাছে শুরু করি।ভারতে ট্রেনিং নিয়ে নতুন এয়ারপোর্ট টঙ্গী এবং বোর্ড বাজারের উত্তর পাশে রেডিও অফিসে পাক বাহিনীকে হত্যা করি, পাক বাহিনীর ট্রাক গাড়ী মাইন দিয়ে উড়িয়ে দেই এতে ৭জন নিহত হয়। টঙ্গীর চেরাগ আলী বিদ্যুত অফিসে পাকবাহিনী ও কয়েকজন মেলিশিয়ান হত্যা করি। ( চলবে)
( পাঠক মুক্তিযুদ্ধ বিষয়ে আমার লেখা “১৯৭১ স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ ” বই এ বিস্তারিত জানতে পারবেন। )

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here