Daily Gazipur Online

টঙ্গীতে আওয়ামী সন্ত্রাসী কামুর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে আওয়ামী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ও অস্ত্র কারবারী এরশাদ নগরের মূর্তিমান আতঙ্ক খুনি কামরুল ইসলাম কামু ও তার সহযোগীদের মাদক ব্যবসা ও সন্তাসী কর্মকান্ডের প্রতিবাদ ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ ৩০ নভেম্বর শনিবার বিকেলে এরশাদ নগর বিএনপির পার্টি অফিসে সামনে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন ৪৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রধান, ৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সিনিয়র সহ সভাপতি অলি উল্লাহ, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু, রফিকুল ইসলাম রিপন, নাইমুর রহমান সুমনসহ অসংখ্য বিএনপি ও অঙ্গ সংগঠন নেতা কর্মীরা।
এ সময় লিখিত বক্তব্যে ৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো.আনোয়ার হোসেন মোল্লা বলেন, আওয়ামী সন্ত্রাসী কামরুল ইসলাম কামু নামে প্রায় বিভিন্ন থানায় ৪০ টি মামলা রয়েছে এবং ৯ মামলার ওয়ারেন্ট আছে। প্রায় সব মামলা মাদক ও চুরি ছিনতাইয়ের। একটি মামলাও রাজনৈতিক না। ৫ আগস্টের পর জেল থেকে বের হয়ে এরশাদ নগর আধিপত্য বিস্তারকে সব ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ৪৯ নং ওয়ার্ড বিএনপি ও সাধারণ নগর বাসী কামু হাত থেকে মুক্তি চায় এবং তার সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান।