টঙ্গীতে আজমত উল্লার ভাতিজাসহ গ্রেফতার ৭

0
13
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: অপারেশন ডেভিল হান্টে টঙ্গীর দুই থানায় ৭ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের ভাতিজা পারভেজও রয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ৭ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ১৫-২০ জন ছাত্রজনতাকে মারধরের ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এরপর গাজীপুরসহ সারা দেশে ডেভিল হান্ট অপারেশনের ঘোষণা দেয় সরকার। এর ধারাবাহিকতায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় অভিযান পরিচালিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ দুই থানা এলাকায় ৭ জনকে আটক করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আমার থানায় ৪ জন আটক হয়েছে। এরমধ্যে অ্যাডভোকেট আজমত উল্লা খানের আপন ভাতিজা পারভেজও রয়েছেন। আটকদের সদর থানায় দায়ের করা সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের আটক করে মারধরের মামলায় চালান দেওয়া হবে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, গতরাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here