টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ,একজনের কব্জি বিচ্ছিন্ন

0
26
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষের সময় স্থানীয় গাজীপুরা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মামুন গ্রুপ যুবদল নেতা প্রিন্স গ্রুপের শান্ত ইসলামকে কুপিয়ে হাত থেকে কব্জি বিচ্ছিন্ন করে দেয়।গুরুতর আহত শান্তকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এলাকার লোকজন জানায়, এলাকায় আধিপত্য এবং ভ্যান গাড়ির চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই প্রিন্স গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যা ৬টার দিকে প্রিন্স গ্রুপের জুয়েল ও শান্তইসলাম সহ ৪/৫জন সাতাইশ গাজীপুরা এলাকায় যায়।খবর পেয়ে মামুন ও তার দুই ভাইয়ের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের ওপর হামলা চালালে সংঘর্ষের সময় ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে শান্তের ডান হাতের কব্জি হাত থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে জানতে মামুন ও প্রিন্সের মোবাইলে বারবার কল দেওয়া হলেও তারা তা রিসিভ করেননি।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here