
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঐশিফ্যাশন (প্রা:) লি: কর্মরত গার্মেন্টস শ্রমিকদের চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও সচেতনতা মূলক আলোচনা সভা রোববার ঐশিফ্যাশন (প্রা:) লি: এর অ্যাসিসটেন্ট প্রোডাকশন কো-অর্ডিনেটর মো: সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় এছাড়াওউপস্থিত ছিলেন ব্র্যাকআরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এরফিল্ডঅপারেশনসম্যানেজার রেজভীনা পারভিন; লাইভলিহুড এন্ড বিজনেস ডেভেলপমেন্টম্যানেজার, আহমাদ ইবনে সেলিম; সার্ভিস সেন্টারম্যানেজার, মো: রিয়াজউদ্দিন; মেডিক্যালঅফিসার, ড. শর্মীসাহা; লিগ্যাল কো-অর্ডিনেটর, শেখআহমেদুলকায়সার; মনিটরিং এন্ড ইভালুয়েশনঅফিসার, মো: ফয়সালখানএবং ব্র্যাকেরঅন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের মাহাত্ব্য, জাতীয় অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পেকর্মরত নারী কর্মীদেও অবদান এবং জাতীয় ও সামাজিক জীবনে নারী ক্ষমতায়নের গুরুত্বেও উপর একটি মুক্ত আলোচনা করেন। একটিন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের ও ভবিষ্যত প্রজন্মের দৃষ্টি ভঙ্গীর ইতিবাচক পরিবর্তন ও সংবেদনশীল আচরন চর্চা এবং নারীর জন্য বৈষম্যমুক্ত, নিরাপদ ও সমতার ভিত্তিতে সমাজ গড়ার প্রত্যয় নিয়ে
মুক্ত আলোচনা শেষে অংশগ্রহনকারীদেও মাঝে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ১০জন বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বিশ^জুড়ে এই দিবসটি নারীর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সাফল্য উদযাপন করে। এই দিবস বিশ^ব্যাপী নারীদের ঐক্য, সমতা ও সমর্থন জোরদার করার লক্ষ্যে বিশেষ ভাবে দৃষ্টিনিবদ্ধ করে। দিবসটির মূল লক্ষ্য জেন্ডার সমতা অর্জন, কারন বিশ^জুড়ে এখনও নারীরা পুরুষদেও তুলনায় অধিকতর বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়। আয়ের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য বিদ্যমান রয়েছে এবং নারীরা ব্যবসা ও রাজনীতিতে অংশগ্রহনের ক্ষেত্রে এখনও অসমতার শিকার হয়। এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০১৬ সালে যাত্রা শুরু করেন গরের ১০ লক্ষ দরিদ্র জনগনের জীবন মানউন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা কওে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাক কর্মীদের বহুমাত্রিক দারিদ্রতা দূরিকরণের লক্ষ্যে এই কর্মসূচি কাজ করছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে। এই কার্যক্রমের আওতায় ৫০ হাজার তৈরি পোশাক শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে; এছাড়াও গার্মেন্টস শিল্পে কাজে ইচ্ছুক ১২০০ জনকে সুইং মেশিন অপারেশন ট্রেনিং প্রদানের মাধ্যমে দক্ষ শ্রম শক্তি তৈরি ও তাদেও চাকুরির নিশ্চয়তা প্রদান করা হচ্ছে।
জাতীয় অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য, যেখানে ৮৫% শ্রমিক হচ্ছে নারী, তাদেও অবদান ও কাজের মূল্যায়ন এবং তৈরি পোশাক শিল্পেনারীর অংশগ্রহনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন- এই বিষয়ে নতুন প্রজন্মেও ভাবনাকে লক্ষ্য রেখে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, টঙ্গী এবং ঐশিফ্যাশন (প্রা:) লি: এর সহযোগিতায় নানান কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে। যার মধ্যে রয়েছে গার্মেন্টস পর্যায়ে হেল্থ ও লিগ্যাল এইড ক্যাম্প, আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতা।
