
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে গাজীপুর মহকুমার মুদাফার কৃতি সন্তান, মেম্বার অব দ্যা ন্যাশনাল এসেমলি, জাতীয় পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য ও টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, আব্দুল হাকিম মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে বৈশি^ক মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় ঘরবন্ধি নিম্ন আয়ের ৮শ’ পরিবারের মাঝে চাউল, ডাল, চিনি, লবন, আলু, পিয়াজ, সয়াবিন তৈল, সেমাই, সাবান ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড মুদাফা মাস্টার বাড়ি আব্দুল হাকিম মাষ্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলহাজ¦ আতাউর রহমানের সভাপতিত্বে এবং টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের কলেজ ইনচার্জ মাহবুব উল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক জিহাদী, আনিসুর রহমান, আসাদুজ্জামান নূর, আজহার উদ্দিন, আলাউদ্দিন মিয়া, মাওলানা আব্দুল রাকিব, আবুল হাশেম প্রমুখ। এ সময় আব্দুল হাকিম মাষ্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ¦ আতাউর রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ আজ লকডাউনে ঘরবন্ধি অবস্থায় আছে। তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে আব্দুল হাকিম মাষ্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করি। উপহার সমগ্রীর মধ্যে ছিল-চাউল, ডাল, চিনি, লবন, আলু, পিয়াজ, সয়াবিন তৈল, সেমাই, সাবান। আমি আশা রাখবো সমাজের যত বৃত্তবান লোক আছে সকলেই যার যার সাধ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
