
নাসির উদ্দীন বুলবুল: আজ সোমবার বিকেলে টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন উপলক্ষে চেরাগআলী ট্রাকষ্ট্যান্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী থানা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, আসাদুর রহমান কিরন, কাজী ইলিয়াস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলিমা আক্তার লিলি, মো: শফিকুল ইসলাম শফিক,
কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, জাহিদ আল মামুন,নাসির উদ্দিন মোল্লা, সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, যুবলীগ নেতা কামরুল আহসান সরকার রাসেল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, কাইয়ুম সরকার, বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কাওসার আহমেদ,ছাত্রলীগ নেতা কাজী মঞ্জুর, মশিউর রহমান সরকার বাবু, মহিলা লীগ নেত্রী নাজমা আক্তার, আয়শা আক্তার আশা প্রমুখ।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন উপলক্ষে আওয়ামীলীগের প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে বাধ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উচ্ছাসে শ্লোগানে শ্লোগানে সমাবেশে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, আপনারা আহসান উল্লাহ মাস্টারের স্মরণে আজকের সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞা জানাচ্ছি। আমার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা ছিলেন। অনুষ্ঠান শেষে শহিদ আহসান উল্লাহ মাস্টারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আপরদিকে, শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ৭০তম জন্মদিন উপলক্ষে আজ সোমবার টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে, বৃহত্তর টঙ্গী থানা স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে কেক কেটে ও র্যালি করে দিনটি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের গাজীপুর মহানগর সভাপতি অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন,আবুল হাসান, জিয়াউর রহমান মামুন, জাবেদ ইকবাল, মনিরুজ্জামান, জিয়ারুল হক,ইউসুফ খান,মো. মাহবুব-উল আলম, কামাল হোসেন, আবু জাফর আহম্মেদ, শাহাবুদ্দিন মাস্টার সেলিম মিয়া, আমজাদ হোসেন, নুরুজ্জামান, জহিরুল ইসলাম জহির ও শফিকুল ইসলাম স্বপন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গন প্রমুখ।
আদর্শের বাতিঘর, শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি মহোদয়ের ৭০ তম শুভ জন্মদিনে টঙ্গীর সিরাজ উদ্দীন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে তাঁর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কেটে দিনটি উদযাপন করা হয় ।
রবিবার রাত থেকেই গাজীপুর সদর ও টঙ্গীতে নানা আয়োজনে শ্রমিক নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন পালিত হয়। ১৯৫০ সালের ৯ নবেম্বর তিনি গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন। দিবসটি পালন করার লক্ষ্যে টঙ্গী থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শহীদ আহসান উল্লাাহ মাস্টার পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ,পবিত্র কুরআনখাণি, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে দিনটি পালন করে।

এর আগে শনিবার রাত ১২ টা ১ মিনিটে টঙ্গী নতুন বাজার থানা আওয়ামী লীগের কার্যালয়ে জন্মদিনের কেক কাটেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান। পরে, গাজীপুর মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচছাসেবক লীগ কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন।

জন্মদিনে শহীদ আহসান উল্লাহ মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে গুলি করে তাকে হত্যা করে একদল সন্ত্রাসীরা।
বিকালে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে গণমানুষের নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপির জন্ম দিন পালন করা হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ভাষা সৈনিক মো আব্দুল মতিন চৌধুরী। শিক্ষক সমাজের অনেকই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গণমানুষের নেতা, ভাওয়াল বীর ও গাজীপুরের গর্ব শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপির জন্ম দিনে তার ব্যক্তি জীবন ও রাজনৈতিক জীবন নিয়ে বক্তৃতারা আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপির স্মরণে রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
