
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ৩৫৩তম শাখা কলেজ গেইট এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর এন্ড হেড অব অপারেশন্স উইংয়ের সভাপতিত্বে এবং টঙ্গী কলেজ গেইট শাখা প্রধান এ্যাসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট খোন্দকার হাসান আল বান্নার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ঢাকা নর্থ জোন আমিনুল রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো: মাহবুব উল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন সফি, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, কলেজ ইনচার্জ মাহবুব উল আলম, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন, প্রভাষক হারুন অর রশিদ, ডা: মরজিনা হক মুক্তা, পিবিন চন্দ্র সরকার প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আল হেরা মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ইমাম বুখারী (র:) কমপ্লেক্স ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান।
