ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর চেরাগ আলী রোডের কাঁঠালবাড়ি এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ আগুনের সূত্রপাত ঘটে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ৫ মিনিটে। পরে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
