
মো.রবিউল ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে প্রচারণা চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। মসজিদগুলোতেও প্রচারণা চালানো হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর মাহফুজুর রহমানে ও গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদ আলমের নেতৃত্বে টঙ্গীর শিলমন ,পাগার, বিসিক, ব্যাংকের মাঠ বস্তি ও এরশাদ নগর বস্তিতে লিফলেট ও করোনা ভাইরাসের কুফল সম্পর্কে বিভিন্ন প্রচারণা চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদ আলম বলেন,করোনা ভাইরাস এখন ভয়াবহ রুপ নিয়েছে। সারাবিশ্বে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আমরা যদি জন সমাগম এরিয়ে চলি। মাক্স, হ্যান স্যানেটাইজার ব্যবহার করি তাহলে আমরা এই ভাইরাস থেকে মুক্তি পাবো। সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর মাফুজুর রহমান বলেন,করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে মাইকিং করেছি। লিফলেট বিরতণ করেছি। করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়াতে জনগণকে অনুরোধ করেছি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানায়, করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে গাজীপুর মেট্রপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে নগরজুড়ে প্রচারণা চালানো হয়েছে। আমরা অনেক দিন ধরেই মাঠে কাজ করছি কোন প্রকার জনসমাগম করতে আমরা দিবোনা সবাইকে অনুরোধ করছি প্রয়োজন ছারা বাহিরে বের হবেনা। মোদি দোকান ফার্মেসি কাচাবাজার ছারা কোন প্রকার দোকান খোলা রাখবেনা। যদি কেও রাখেন তাহলে তাকে আইনের আহতায় আনা হবে।
