ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু নিজ ওয়ার্ডে নির্বাচনী প্রতিপক্ষের ডিস ব্যবসা দখল, প্রাণনাশের হুমকি ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী রঞ্জুল ইসলাম রঞ্জু। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ ভূঁইয়া, রজব আলী মাস্টার, আলী হোসেন, সফিউদ্দিন সফি, আবুল কাশেম ভূঁইয়া, সেলিম পারভেজ প্রমুখ।
রঞ্জুল ইসলাম রঞ্জু বলেন, দীর্ঘ ২৫ বছর যাবত আমি এবং আমার বড় ভাই অতশি স্যাটেলাইট কানেকশন নামে একটি ডিস ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু তার শ্যালক এলাকার চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান রিংকুকে দিয়ে ভাওয়াল বীর শহিদ আহসান উল্লাহ মাস্টারের হত্যা মামলার আসামী আমির হোসেনের সাথে আঁতাত করে আমার ডিস লাইনেরস্থলে তাদের সংযোগ দিয়ে বিল উঠিয়ে নেয়। এতে আমি বাধা দিলে ওই সন্ত্রাসী গ্রুপটি আমাকে ও আমার অফিসের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় পরপর দুটি জিডি (নং-৩৮১ও ১২৬৪) করা হয়। এতে নূরুল ইসলাম নূরু ও তার শ্যালক রিংকুর লোকজন আরও ক্ষিপ্ত হয়ে উঠে। বর্তমানে সে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত অথচ কাউন্সিলর নূরুল ইসলাম নূরু আওয়ামীলীগের মুখোশ পড়ে বিএনপির এজেন্ডা বাস্তবায়নসহ বিএনপি নেতাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। এমনকি বিগত ২০১৬ সালে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনে গাড়ি পোড়ানো মামলায়ও (নং-১৩৯/২০১৬) বিএনপি নেতাদের সাথে নূরুল ইসলাম নূরু চার্জশীটভূক্ত আসামী। তার নির্যাতন ও অত্যাচারে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের তৃণমূল নেতারা সব সময় ভয়ে তটস্থ থাকে।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নূরুল ইসলাম নূরুর অবৈধ সম্পদ তার সন্ত্রাসী কর্মকান্ড অনুসন্ধান করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং আমাদের জানমালের নিরাপত্তার জন্য আকুল আবেদন জানিয়েছেন।