Daily Gazipur Online

টঙ্গীতে কারখানার ঝুটের গোডাউনে আগুন

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগরীর টঙ্গীর হিমারদীঘি এলাকার ব্রাবো এ্যাপারেল্স নামের একটি কারখানার ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯জুলাই) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইকবাল জানান, সকাল ১০টার দিকে ওই কারখানার নিচতলা ঝুটের গোডাউনে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘন্টার চেষ্টায় চালিয়ে বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি।