

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন মম ফ্যাশন নামক সোয়েটার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় সাতাইশ এলাকায় অবস্থিত মম ফ্যাশন লি. নামক সোয়েটার কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, হঠাৎ আগুন লাগার সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে তাদের একজন শ্রমিক আহত হয়েছে।তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ ফায়ার ফাইটার নাইম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
