

স্টাফ রিপোর্টার: ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন (IKU) বাংলাদেশ এর আয়োজনে কারাতে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিভাবে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে টংগীর সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই বেল্ট প্রদান করা হয়।
আই কে ইউ গাজীপুর জেলার সভাপতি সৈয়দ আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এড. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের অর্থ সম্পাদক সেনসি আবুল কালাম আজাদ, আই কে ইউ এর সহসভাপতি শেকানুল ইসলাম শাহী, সাধারণ সম্পাদক সেনসি আব্দুল্লাহ আল-মামুন,সাঈদ মাহমুদ, অমল কৃষ্ণ রায়, সেনসি জসিম উদ্দিন, বুলবুল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ব্ল্যাক বেল্ট ছাড়াও শতাধিক শিক্ষার্থীকে ব্লু বেল্ট, গ্রীণ ও ইওলো বেল্ট প্রদানসহ জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট এবং তাদের অভিভাবকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
