Daily Gazipur Online

টঙ্গীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাব্বির দেওয়ান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতের ওই ঘটনায় আজ মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সাব্বির টঙ্গীর এরশাদনগর এলাকার ৪ নম্বর ব্লকের বাসিন্দা।
পুলিশ ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কিশোরীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এম সাফায়ত ওসমান বলেন, নির্যাতিত কিশোরীর পরিবারের সঙ্গে অভিযুক্ত সাব্বিরের সম্পর্ক ছিল। কিশোরী একজন মানসিক ভারসাম্যহীন। সাব্বির প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন। গত শনিবার সাব্বির ওই বাসায় একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। রাতে স্বজনেরা বাসায় ফিরলে কিশোরী ঘটনাটি তাঁদের জানায়। পরে আজ মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।