ডেইলি গাজীপুর প্রতিবেদক: আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলাপরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। আউচপাড়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মেরাজউদ্দিন । উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার,টঙ্গী পশ্চিম থানার বিএনপি আহবায়ক প্রভাষক বসির উদ্দিন ও আজিজুল হক রাজু মাষ্টার প্রমুখ। সভায় প্রধান অতিথি হাসান উদ্দিন সরকার, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছেলে আরফাত রহমান কোকো স্মুতি ফুটবল টুনামেন্ট আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। খেলাশেষে বিজয়ী টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস কলেজের ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন।