
জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে পঁচিশ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রবিবার দুপুরে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলে,কুমিল্লা জেলার কোতোয়ালী থানার চাঁনপুর বউ বাজার এলাকার আলী হোসেনের ছেলে আশিক(২৪) ও একই এলাকার জলিল ভূইয়ার ছেলে জাবেদ আলী(২২)। এ সময় তাদের ব্যবহিত একটি প্রাইভেটকার আটক করা হয়।
র্যাব ২ এর কোম্পানী অধিনায়ক মেজর শেখ মো নাজমুল আরেফিন জানান গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীতে অভিযান পরিচালনা কালে গাড়িটির গতিবিধি সন্দেহ হয়। পরে গাড়িতে তল্লাশী চালিয়ে পঁচিশ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
