Daily Gazipur Online

টঙ্গীতে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সোমবার রাতে টঙ্গীর দেওড়া শরীফ মার্কেট এলাকায় স্বামীর সাথে ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। নিহতের নাম সাবিনা ইয়াসমিন (২৫)। তার স্বামীর নাম জাহাঙ্গীর আলম। নিহতের দেশের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানায়। দেওড়ার আব্দুল হকের বাড়িতে পরিবার পরিজন নিয়ে গার্মেন্টস কর্মী সাবিনা বসবাস করতো। কি কারণে ঘটনাটি ঘটেছে পুলিশ বা নিহতের আত্মীয়স্বজন সঠিকভাবে কিছু বলতে পারছে না। নিহতের ৬ বছর বয়সের একটি ছেলে শিশু রয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত ৭২ ঘন্টার মধ্যে টঙ্গীতে এটি দ্বিতীয় গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা। গত পরশু টঙ্গীর পূর্ব আরিচপুরে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করে টঙ্গী থানা পুলিশ।