টঙ্গীতে গাড়ির চাকায় পিষ্ট স্কুলশিক্ষিকা

0
23
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে তেলবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মঞ্জুয়ারা খাতুন (৪২) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটাগেট এলাকায় বিআরটির উড়াল সড়কে।
নিহত মঞ্জুয়ারা টঙ্গী মধ্যআরিচপুর এলাকার হামিদুল ইসলামের স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে ওই এলাকার ইনসাফ টাওয়ারে বসবাস করে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন।
নিহতের স্বজনরা জানান, মঞ্জুয়ারা সন্ধ্যা সোয়া ৬টার দিকে উত্তরার স্কুল থেকে এসে বাটাগেটে নেমে মধ্যআরিচপুরের বাসায় যাওয়ার উদ্দেশ্যে উড়াল সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির তেলবাহী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি উড়াল সড়কে পড়ে যান। গাড়িটি তার ওপর দিয়ে চালিয়ে দিলে তিনি ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানায় মামলা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here