
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার সকালে টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আফরোজা আক্তার পুষ্প। সে ফেনী জেলার ছাগলনাইয়া থানার শিলুয়া গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে। পুলিশ এ ঘটনায় তার স্বামী লিটন খন্দকারকে আটক করেছে। নিহতের স্বজনদের অভিযোগ স্বামী লিটন খন্দকারই তাকে হত্যা করে ঝুলিয়ে রাখেন।
পুলিশ জানায়, টঙ্গীর জাবের এন্ড জোবায়ের পোশাক কারখানার শ্রমিক লিটন খন্দকার স্ত্রী আফরোজা আক্তার পুষ্পকে নিয়ে ঝিনু মার্কেট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। শুক্রবার রাতে লিটন অফিস থেকে বাসা ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। এক পর্যায়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে তার স্ত্রী ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে কেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
