টঙ্গীতে গড়ে উঠেছে মা-বাবা গ্রন্থাগার: অসংখ্য সমারোহ গ্রন্থাগারটি

0
27
728×90 Banner

মহিউদ্দিন সরকার (স্টাফ রিপোর্টার): ঐতিহাসিক পুঁথি সাহিত্যির অমর নায়িকা সোনাভানের শহর টঙ্গীতে গড়ে উঠেছে মা- বাবা নামে পারিবারিক গ্রন্থাগার (লাইব্রেরি)। এটি আহ্সান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠান।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাবেক এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, টঙ্গী পৌরসভার রুপকার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। তিনি এ অঞ্চলে অনেক স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ স্থাপন করেছেন। সেকালের টঙ্গী ছিল কল-কারখানা ও শ্রমিক অধ্যসিত এলাকা। এ কালে ঐতিহাসিক টঙ্গী হয়ে উঠেছে শিক্ষা শহর। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গুলো তিনি স্থাপন করেন। এখানে তিনি একাধারে শিক্ষানুরাগী, বিদ্যোৎশাহী ও রাজনৈতিক নেতা। শিক্ষা ব্যতীত দেশ ও জাতি অগ্রসর হতে পারে না। শিক্ষাই জাতির মেরুদন্ড।
তিনি এ বানী চিরন্তনকে সম্মুখে রেখেই টঙ্গীর আনাচে-কানাচে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে তাঁর প্রতিষ্ঠানগুলো অন্যতম। তাই ঘরে ঘরে শিক্ষিত ও জ্ঞান পিপাসু ভরে উঠেছে। তিনি সংঘত কারনেই শিক্ষা প্রতিষ্ঠান সহ পারিবারিক (লাইব্রেরী) গ্রন্থাগার সৃষ্টি করেন। তাঁর কর্মক্ষেত্রের মূল জায়গা মানব কল্যান। মানব কল্যানের সব শাখাতেই তাঁর অবদান অনস্বীকার্য। তিনি স্থাপন করেন- টঙ্গী বড় দেওড়া রাস্তার পাশে মা-বাবার চিরস্মরনে মা-বাবা নামে এ পাঠাগারটি। এখানে রয়েছে হাজারো রকমের বই। গ্রন্থাগারে সারি সারি পুস্তকের বড় বড় তাক রয়েচে। সারি সারি পুস্তক সাজানো রয়েছে এখানে। জ্ঞান পিপাসুরা জ্ঞান আহরনে প্রবেশ করেন ঐতিহাসিক এ পাঠাগারে। ইসলামিক শিক্ষার ধর্ম ভিত্তিক কিতাব হতে শুরু করে- রাজনৈতিক, অর্থনীতি, আইন বিষয়ক, বিজ্ঞান ভিত্তিক, সাহিত্য ইতিহাস, সামাজিক, বিভিণœ ধর্ম ভিত্তিক ও গবেষনা মূলক গ্রন্থাদি রয়েছে এখানে।
খ্যাতি সম্পন্ন লেখক ও রাজনীতিবিদদের লিখা অনেক গ্রন্থ রয়েছে এ পাঠাগারে। সর্ব জ্ঞানের অফুরন্ত ভান্ডার এ পাঠাগারটি। দিনে দিনে এ জন্যই এ পাঠাগারটি পারিবারিক লাইব্রেরী থেকে সর্ব-সাধারণের লাইব্রেরীতে রুপান্তরিত হয়েঠে। দিনে দিনে বৃদ্ধি পেয়েছে এর কদর ও সম্মান।
মা-বাবা গ্রন্থাগারটি এ অঞ্চলে জ্ঞান জাগরনের পথিকৃত প্রতিষ্ঠান। এ গ্রন্থাগার ঘিরে রয়েছে। তাঁর বংশীয় মরহুম নবীন সরকারের বাইতুল নাঈম জামে মসজিদ, তাহফিজুল কোরআন মাদরাসা ও এতিমখানা। পশ্চিম পাশেই রয়েছে তাদের পারিবারিক কবরস্থান। এখানেই চির নিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা হাসান সরকারের বাবা মরহুম কফিল উদ্দিন সরকার ও মা মরহুমা নুরজাহান বেগম। তাঁর অন্তিম ইচ্ছে এ কবরস্থানেই বাবা-মায়ের পাশেই যেন তাকে সমাধিস্থ করা হয়।
তিনি রাজনৈতিক চিন্তা চেতনায় এখনো সোচ্চার ও স্বজ্ঞানী। প্রতি মুহুর্তেই দেশবাসী সহ গাজীপুরের মাটিও মানুষের জীবন ও জীবিকার কথা চিন্তা করেন। গ্রন্থাগারের বিভিন্ন দেশ-বিদেশের রাষ্ট্র নায়কদের রাষ্ট্র পরিচালনায় রচিত গ্রন্থগুলো চর্চা করেন। তিনি দেশ ও জাতির উন্নয়নে জীবনের শেষ সময়টুকু কাজে লাগাতে ও ইচ্ছে পোষন করেন।
টঙ্গীর বড় দেওড়া গ্রামের আঁকা-বাকা সরিসৃপের মতো রাস্তা দিয়ে হেঁটে যেতেই মা-বাবা গ্রন্থাগারটি হাতছানি দিয়ে যেন বলে, হে পথিক, একবার ফিরে চাও। আমার গ্রন্থগুলো হতে কিছু জ্ঞান সংগ্রহ কর। তোমাদের সকলের জন্য আমার দরজা খোলা।
টঙ্গীর ঐতিহাসিক গ্রাম বড় দেওড়া। গাছ-গাছালি লতা পাতায় জড়ানো বিজড়িত গ্রাম। পাখ-পাখালির ডাকে সকাল সন্ধ্যা মুখরিত থাকে এখানে। এমনি মনোরম সুন্দর পরিবেশই চির স্মরনীয়। মা-বাবা নামে গ্রন্থাগারটি স্থাপিত করেন, গাজীপুর সহ দেশ বিনির্মানে প্রধান কন্ঠস্বর, মানুষের আশার প্রদীপ, প্রজ্ঞাবান জ্যেষ্ঠ নেতা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
তিনি রাজনীতিতে স্বচ্ছ ও স্বচ্ছল। দেশ জাতিকে উন্নয়নে পূর্বের ন্যায় বদ্ধ পরিকর। তিনি বিএনপি এর রাজনৈতিক বৈশিষ্ট্য ও আদর্শে সর্ব কর্মসূচীতে বদ্ধ পরিকর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here