জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ করছেন সিজন ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা। সোমবার সকাল পৌঁনে ১০টা থেকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে মহাসড়কটির উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উভয় পাশে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের দেখা দিয়েছে। চার দফা হলো,দুই মাস পনেরো দিনের বকেয়া বেতন,অতিরিক্ত শ্রমের মজুরি, তিন বছরের ছুটির টাকা ও প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা দাবি জানায় শ্রমিকরা। শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সুত্রে জানা যায়, কারখানাটিতে গত জুন মাসের পনেরো দিনের, জুলাই ও আগষ্ট মাসের শ্রমিকদের বেতন বাকি রয়েছে। শ্রমিকেরা এক সপ্তাহ ধরে তাঁদের বেতন পরিশোধের তাগেদা দিচ্ছেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করছেন না। এ নিয়ে গত কয়েক দিন ধরেই কারখানাটির ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল। এর প্রতিবাদে শ্রমিকেরা ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরপর জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। বকেয়া বেতনের দাবিতে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করছেন তাঁরা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেও আরো তিন দফা দাবি যুক্ত করে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। পরে সেখান থকে খাঁ পাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার(টঙ্গী জোন) মোশারফ হোসেন বলেন, কারখানার মালিক সময়মতো বেতন পরিশোধ না করায় গত কয়েকদিন যাবত কারখানাটিতে শ্রমিক আন্দোলন চলছে।আজ সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। শিল্প পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুইটি দল উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কতৃপক্ষের সাথে আলোচনা করছেন। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে।
শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে টঙ্গীতে সিজন্স গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। সোমবার সকাল ১০টা থেকে টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।
কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে গত জুন মাসের ১৫ দিনের এবং জুলাই ও আগস্ট মাসের বেতন বাকি রয়েছে। তারা এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিচ্ছেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছেন না। এ নিয়ে গত কয়েক দিন ধরেই কারখানাটির ভেতরে শ্রমিক অসন্তোষ চলছিল।
এর প্রতিবাদে শ্রমিকেরা ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরপর জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। বকেয়া বেতনের দাবিতে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করছেন তাঁরা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেও আরও তিন দফা দাবি যুক্ত করে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। পরে সেখান থকে খাঁপাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
কারখানার মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকের বলেন, সব সময় নিয়মিত বেতন দিলাম। এখন অর্ধেক মাসের বেতনের জন্য শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন বলেন, কারখানার মালিক সময়মতো বেতন পরিশোধ না করায় গত কয়েক দিন ধরে কারখানাটিতে শ্রমিক আন্দোলন চলছে। সোমবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শিল্প পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি দল উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন।