ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী থানা ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা প্রিন্স মাহমুদ নাহিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে থানা ছাত্রলীগ ও এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর স্টেশন রোড টঙ্গী পুর্ব থানার সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় এলাকাবাসীসহ ছাত্রলীগ নেতারা “অবিলম্বে প্রিন্স মাহমুদ নাহিদ” হত্যা মামলার এজাহার নামীয় সকল আসামীকে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্ত দাবি করেন।
এসময় নিহতের পিতা মো. জহিরুল ইসলাম, বড় ভাই পারভেজ ও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর, ৫৬নং ওয়র্ডের ছাত্রলীগের সভাপতি মিঠু, ৪৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রোমান, থানা ছাত্রলীগের সদস্য নাজমুল, ফাহিদ আল নুর, তুহিন, আরাফাত, রাব্বিসহ শত শত এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।