
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে অভিনব কৌশলে অনলাইনে মোবাইল বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। শুক্রবার দিনগত রাতে পূর্ব আরিচপুর সরকারবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শাহিন, শাকিল হাসান, ফারুক, সালাউদ্দিন আকবর, রহমত উল্লাহ ও রাসেল।
র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল সারওয়ার বিন কাশেম বলেন, শুক্রবার রাতে পুর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে সরকারবাড়ি রোড এলাকা থেকে শাহিন, শাকিল হাসান, ফারুক, সালাউদ্দিন আকবর, রহমত উল্লাহ ও রাসেলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার চাকু, ছয়টি মোবাইল ফোন ও ৮৫০ টাকা জব্দ করা হয়। এই চক্রটি টঙ্গী, আব্দুল্লাহপুর, চৌরাস্তা, আশুলিয়া ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল।
