
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ । বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর ) ভোর ৫টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) শাহ্ ফরিদ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে, টঙ্গী পূর্ব থানাধীন ষ্টেশন রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ১/ মোঃ নিশান উদ্দিন (২৬), ২/ মোঃ মধু মিয়া (২৬), ৩/ মোঃ রায়হান হাসান সোহাগ (২২) নামে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেন । এসময় তাদের দেহ তল্লাশি করে অত্যাধুনিক ৩ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় । এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং- ২২, তাং- ১০/ ১২/২০২০ইং ।
