জাহাঙ্গীর আকন্দ ; ঈদকে সামনে রেখে বিভিন্ন অপরাধ চক্রের সদস্যরা সক্রীয় হয়ে উঠছে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে টঙ্গীতে অভিযান পরিচালনা করে র্যাব-১ এর সদস্যরা। এ সময় ছিনতাইকারীচক্রের ৮জনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-মো. ওয়াসিম (২৫), মো. আল আমিন (৩২), মো. রাজু মিয়া (২১), মো. আসাদুজ্জামান ওরফে তমাল (২২), মো. ফরিদ (২৬), মো. সাগর হোসেন (২৬), আব্দুল মজিদ ওরফে মুন্না (৩২) ও মো. রাসেল (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৮টি ছুরি, ৯টি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-১ উত্তরার একটি দল মহানগরীর টঙ্গী পূর্ব থানার রেলস্টেশন রোড এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
টঙ্গীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার
