টঙ্গীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

0
193
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ: গাজীপুরের টঙ্গীতে পাওনা টাকা চাইতে গেলে সালমান (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মরকুন পশ্চিম পাড়া নিজ বাড়িতে মারা যান তিনি। খবর পেয়ে গাজীপুর মেট্রাপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারি পুলিশ কমিশনার পিযূষ কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত সালমান জামালপুর জেলার বকশীগঞ্জ থানার ফুলদোপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক ইয়াসিন আরাফাত জানান, গত ৩ জুলাই শনিবার মৃত সালমান মিলন নামে এক ব্যাক্তির কাছে পাওনা ৪শত টাকা চাইতে গেলে বাকবিতন্ডা সৃস্টি হয়। এসময় মিলনের সাথে থাকা সজীব সালমানকে পিছন থেকে সুইচ গিয়ার দিয়ে আঘাত করলে সে আহত হয়। পরে স্থানীয়রা আহত সালমানকে উদ্ধার করে চিকিৎসা জন্য টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে সালমান বাসায় ফিরে গেলে গতকাল ১৭ জুলাই ভোরে তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এবিষয়ে গাজীপুর মেট্রাপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারি পুলিশ কমিশনার পিযূষ কুমার দে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here