জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারের টাকা ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতের নাম জাফর উল্লাহ(৪২)।সে ফেনী জেলার করোচিয়া গ্রামের করিম উল্লাহর ছেলে। এ ঘটনার পর আশপাশের লোকজন শাহিন(২২) ও সজিব(৩০) নামে দুই যুবককে আটক গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। গণপিটুনিতে সজীবের শারিরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
থানার উপপরিদর্শক(এসআই) মো.এহতিসাম হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
পুলিশ জানায়,জাফর উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি।প্রায় দেড় বছর আগে জাফর টঙ্গীর ভাড়া বাসা ছেড়ে রাজধানীর সবুজবাগ এলাকায় বসবাস করছিলেন। সবুজবাগ এলাকা থেকেই টঙ্গীতে মাদক কারবার পরিচালনা করতেন তিনি। এরি মধ্যে মাদক বেচাকেনা টাকা নিয়ে শাহিন ও সজিবের সাথে দ্বন্দ্ব হয়। বুধবার রাতে মাদক কারবারের টাকার ভাগাভাগি করার কথা জানালে
ঢাকার সবুজবাগ এলাকা থেকে জাফর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে আসেন।এ সময় আগে থেকেই ঔৎ পেতে থাকা তাঁর সাথে মাদক কারবারে জড়িত অন্যান্যরা জাফর উল্লাহর গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সুযোগে অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও শাহিন ও সজিবকে আটক করে গণপিটুনি দেয় আশপাশের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে জাফর উল্লাহ মরদেহ ও হত্যাকান্ডে জড়িত শাহিনকে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে পুলিশের করা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন হত্যার দায় স্বীকার করেছে।
এ হত্যা কান্ডের ঘটনায় জাফর উল্লাহর ছোট ভাই আমান উল্লাহ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার আহমদ এ তথ্য নিশ্চিত বলেন, জাফর উল্লাহ একটি চিহ্নত মাদক কারবারি। মাদক কারবার পরিচালনার অভিযোগে জাফরের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।